ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ সাল হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তারা।
শনিবার (১৭ মে) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে শুরু করে প্রকল্পটি দ্রুত অনুমোদন করতে হবে এবং ঈদুল আযহার পূর্বে বকেয়া বেতন-ভাতা প্রদান করতে হবে।
২. প্রকল্পের ৩য় থেকে ৭ম পর্যায়ের কর্মরত জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।
৩. ৭ম পর্যায়ের জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায়ে স্থানান্তর করতে হবে।
৪. শিক্ষক ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে।
৫. শিক্ষকদের সম্মানীভাতা বৃদ্ধি করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. শফিউল্লাহ, ওযায়ের হোসেন, সিরাজুল ইসলাম, মডেল কেয়ারটেকার মাহবুবুর রহমান, ওমর ফারুক ও হাবিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যেমন ছাত্ররা ছয় দফা থেকে এক দফা কর্মসূচিতে রূপ দিয়েছিল, তেমনি আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকার যদি গড়িমসি করে, আমরা বাধ্য হবো কঠোর এক দফা কর্মসূচি দিতে।”
তারা আরও বলেন, “প্রকল্পের প্রায় ৭০০ জন শিক্ষক ও কেয়ারটেকারকে দ্রুত রাজস্বখাতে অন্তর্ভুক্ত করে সময়োপযোগী স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। সেই সঙ্গে ঈদুল আযহার পূর্বে সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধের লক্ষ্যে প্রকল্প অনুমোদন জরুরি।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে