নওগাঁর মান্দা উপজেলার চকরাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে বিপাকে পড়েছেন এক কৃষক। নিজের জমিতে রোপণ করা বোরো ধান কেটে ঘরে তুলতে না পারায় বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে ফসল। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষক শাকিল ও তার পরিবার।
শনিবার (১৭ মে) চকরাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে যৌথ খতিয়ানের পৈত্রিকসূত্রে পাওয়া জমি শান্তিপূর্ণভাবে ভাগ করে ভোগদখল করে আসছিলেন মৃত তফির আলীর ছেলে শাকিল। কিন্তু গত ছয় মাস ধরে ওই জমি নিয়ে একই গ্রামের মফিজ উদ্দিন গং-এর সঙ্গে বিরোধ চলছে।
ভুক্তভোগী শাকিল জানান, তারা জমির অংশ বুঝিয়ে দিতে রাজি থাকলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। ধান কেটে ঘরে তোলার সময়ও বাধা দেয়ায় তা মাঠেই পড়ে রয়েছে। বৃষ্টিতে ধানগুলো পচে যাচ্ছে, এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
এ বিষয়ে গ্রাম আদালতে অভিযোগ করেও কোনো সুষ্ঠু প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাকিল ও তার পরিবার। তাদের দাবি, একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও ন্যায়বিচার মেলেনি।
প্রতিপক্ষের মফিজ উদ্দিন বলেন, “বিবাদমান জমিতে ধান লাগাতে নিষেধ করেছিলাম। পরে গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ধান কাটা বন্ধ রাখা হয়েছে যাতে কোনো সংঘর্ষ না হয়।”
এ বিষয়ে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেকবর আলী জানান, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ধান কাটায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে রোববার তৃতীয় পক্ষ দিয়ে ধান কেটে শাকিলের মামার বাড়িতে সংরক্ষণ করা হবে। আগামী বৃহস্পতিবার গ্রাম আদালতে বসে সুষ্ঠু সমাধান করা হবে এবং প্রকৃত মালিককে ধান বুঝিয়ে দেওয়া হবে।
প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “উভয় পক্ষ গ্রাম আদালতে অভিযোগ করেছেন। জমির মালিকানা যাচাই-বাছাই করে প্রকৃত হকদারকে ধান বুঝিয়ে দেওয়া হবে।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে