মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর এলাকা থেকে আছিয়া আক্তার সেলিনা (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) বিকেলে তার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকার তোতা মিয়ার মেয়ে আছিয়া আক্তার সেলিনার বিয়ে হয় উত্তর বালাসুরের নুর আলমের সঙ্গে। বিয়ের মাত্র এক মাসের মাথায় এই মর্মান্তিক ঘটনার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার পর থেকে নিহতের স্বামী নুর আলম ও তার পরিবারের সদস্যরা সবাই পলাতক রয়েছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা গৃহবধূর মরদেহ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করেছি। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে