ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক কাওছার ইকবালকে সভাপতি এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কার্যকরি কমিটির নাম ঘোষণা করেছেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রাফি আহমদ চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে কাওছার ইকবাল, সহসভাপতি পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত দাশ গুপ্ত, সহসভাপতি পদে আইনজীবি এডভোকেট মিজানুর রহমান, সহসভাপতি পদে সমাজকর্মী জিডিশন প্রধান সুছিয়াং করডর, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির (মো. এহসানুল হক), কোষাধ্যক্ষ পদে ব্যবসায়ী মো. ফারুক মিয়া, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট পংকজ সরকার, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক পদে সাংবাদিক মোঃ আলআমিন, কার্যকরি কমিটির সদস্য পদে ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মর্কতা আব্দুর রউফ তালুকদার, প্রফেসর রাফি আহমদ চৌধুরী ,শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগি অধ্যাপক সুদর্শন শীল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, বর্মাছড়া টি গার্টেন সরকারি উচ্চবিদালয়ের প্রধান শিক্ষক মোঃ জহির আলী, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, ব্যবসায়ী আশরাফ আহমদ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, ডা. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আবু ফুয়াদ রিকু এবং সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন।
সভায় সভাপত্বি করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর রাফি আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাংবাদিক কাওছার ইকবাল।
প্রসঙ্গত, ভোক্তাদের অধিকার এবং স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৮ সালে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যাত্রা শুরু করে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে