‘ব্রহ্মপুত্র আমাদের বাঁচায়, আসুন আমরা ব্রহ্মপুত্রকে বাঁচাই’ এই প্রতিপাদ্য নিয়ে ভারত কর্তৃক আন্তঃনদী সংযোগের নামে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেয়ার পরিকল্পনার বিরুদ্ধে এবং পানির অধিকারের দাবিতে শনিবার (১৭ মে) বিকেলে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ মিলনাতয়নে ব্রহ্মপুত্র কনভেনশন অনুষ্ঠানটি হয়।
নদী গবেষক ও রিভারাইন পিপল-এর মহাসচিব শেখ রোকন বলেন, ‘নদী তার গতিময়তা নিয়ে প্রবাহিত হয়। আমরা নদীর গতিপথ চিনতে পারিনি আজও। যার ফলশ্রুতিতে নদীকে শাসন করতে গিয়ে নদীকে আমরা মেরে ফেলেছি। আমরা পরিকল্পনা করে নদী ব্যবস্থাপনা না করায় বাংলাদেশের আন্তঃসীমান্ত ৫৪টি নদীর মধ্যে ভারত বাঁধ নির্মাণ করেছে। যা নীতি-নৈতিকতা বিরুদ্ধ। ব্রহ্মপুত্র আমাদের প্রাণ, এই নদ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, আমাদের ব্রহ্মপুত্রকে বাঁচিয়ে রাখতে হবে।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, নদীকে শাসন না করে, তার সাথে ব্যবস্থাপনা করে তাকে মানিয়ে নিয়ে নদীর সাথে বসবাস করতে হবে’। ‘আমরা নদীকে শুধু শাসন করতে চাই, আর এই শাসন করতেই নদীকে আমরা মেরে ফেলেছি’।
তিনি আরো বলেন, ‘বন্যা, খরা প্রকৃতির রুদ্র রূপ নয়, এটি প্রকৃতির নিয়ম। প্রকৃতি কারো সাথে শত্রুতা করে না, মানুষ প্রকৃতিটিকে পার্থক্য করতে গিয়ে মানুষের মধ্যে সমস্যা সৃষ্টি করছে। আমরা প্রতৃতির নিয়মকে ভালোবাসতে পারিনি। মানুষকে বাঁচানোর জন্য ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে হবে।’
বাসদ জেলা কমিটির সভাপতি কমরেড ফুলবর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আব্দুল কুদ্দুস, জেলা কমিটির সদস্য দুলাল বোস, মো.সুমন, সাংবাদিক সফি খান প্রমুখ।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে