AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৬:৪৭ পিএম, ১৭ মে, ২০২৫

সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাভারে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে ৭১ টিভির চিত্র সাংবাদিক মো. উজ্জ্বল হোসেনের (৪২) ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের উত্তর চাপাইন এলাকার একটি মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন উত্তর চাপাইনের লালটেক এলাকার মো. জামাল হোসেনের ছেলে এবং ৭১ টিভির চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত।

হামলায় অভিযুক্তরা হলেন একই এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাটিতে নানা অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন অভিযুক্তরা। এসব কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সাংবাদিক উজ্জ্বল হোসেন বিভিন্ন সময় হুমকির শিকার হন। ঘটনার দিন বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

উজ্জ্বল হোসেন বলেন, ‘ওইসব অভিযুক্তরা আওয়ামী লীগের সময় থেকে নানা অপরাধ করে আসছে। বর্তমান সরকার পরিবর্তন হলেও তারা অপরাধ বন্ধ করেনি। আমি কেবল তাদের সতর্ক করেছিলাম। সেটার জেরেই আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগী সাংবাদিকের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয়। বিষয়টি তদন্তাধীন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

 

একুশে সংবাদ/সা.প্র/এ.জে

Link copied!