নরসিংদীর পলাশে পাওনা টাকার জন্য ইসমাইল (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার কাঞ্চনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
আজ শনিবার এ তথ্য নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন জানান, গ্রেপ্তারকৃত আফজাল হোসেনকে নরসিংদীর আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করে।
এর আগে গত শনিবার (১০ মে) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামে মাত্র ১০০ টাকা পাওনা নিয়ে ইসমাইল ও আফজালের তর্কাতর্কী হয়। একপর্যায়ে ইসমাইলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আফজাল। পরে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ইসমাইল হোসেন পলাশ উপজেলার খিলপাড়া গ্রামের একটি কলোনীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রীও স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। নিহত ইসমাইল নরসিংদী মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে