AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু উপদেষ্টা পরিষদ গঠন



উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু উপদেষ্টা পরিষদ গঠন

বরিশালের উজিরপুর উপজেলায় সিআরএসএস (CRSS) ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা মিলনায়তনে এ পরিষদ গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, সিআরএসএস কর্মকর্তা সিনথিয়া ও এ্যানি মিতা বৈরাগীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আয়োজকরা জানান, এই শিশু উপদেষ্টা পরিষদের মাধ্যমে শিশুরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যা, চাহিদা ও স্বপ্ন নিয়ে কথা বলার একটি প্ল্যাটফর্ম পাবে। পাশাপাশি শিশু অধিকার, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

Link copied!