নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাদবাগানে গাছে পানি দিতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আড়াই বছরের শিশু নাহিদা আক্তার গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদা স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মা খাদিজা বেগম শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে বাগানে পানি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় নাহিদা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, নাহিদা ছিল খুবই প্রাণবন্ত ও চঞ্চল শিশু। প্রতিদিনই মায়ের সঙ্গে ছাদবাগানে যেত। এমন দুর্ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা শিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, “শহুরে জীবনে ছাদবাগান একটি ইতিবাচক উদ্যোগ হলেও, শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে তা মরণফাঁদে পরিণত হতে পারে। ভবনের ছাদে সুরক্ষিত রেলিং ও শিশুদের প্রতি সদা নজরদারি অত্যন্ত জরুরি।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে