কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর এলাকায় বজ্রপাতে শ্রীমতি চামেলী (৪৫) নামে এক গৃহবধূ এবং তার সঙ্গে থাকা একটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চামেলী বেগম বাড়ির পাশের মাঠে গরু নিয়ে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একই সঙ্গে সঙ্গে থাকা গরুটিও মারা যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা নিহত পরিবারের পাশে রয়েছি এবং সরকারি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।”
বজ্রপাতে এক সঙ্গে একজন নারী ও গবাদিপশুর মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে