AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় নারীকে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত টিটু গ্রেফতার



মোংলায় নারীকে বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্ত টিটু গ্রেফতার

বাগেরহাটের মোংলা উপজেলার কাইনমারী এলাকায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী। সর্বশেষ ১৪ মে (মঙ্গলবার) রাতে ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী সুমি (ছদ্মনাম) জানান, রাত ১০টার দিকে চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকায় টিটু নামে এক ব্যক্তি তাঁকে একা পেয়ে রাস্তা থেকে তুলে নেন এবং পরে তাঁর সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রাতেই সুমিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সুমি আরও জানান, টিটুর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন টিটু। পরে বিয়ে না করে উল্টো তাঁর অশ্লীল ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখাতে থাকেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত টিটুকে গ্রেফতার করেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অন্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সঙ্গে এলাকার পরিচিত কয়েকজন অপরাধীও জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, স্থানীয় সুশীল সমাজ এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Shwapno
Link copied!