জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগীয় কর্মসূচিকে সামনে রেখে রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুর মোল্লার সভাপতিত্বে এবং তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ ও আলহাজ্ব রায়হান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার আমিন বিপুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক আরেফিন কনক, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাফ্ফার আলী প্রমুখ।
সভায় মাসুদুর রহমান লিটন বলেন, “আগামী কর্মসূচিগুলো আমাদের সাংগঠনিক শক্তি ও তারুণ্যের দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কর্মসূচিকে সফল করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রচার-প্রচারণা, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে আমরা আমাদের বার্তা পৌঁছে দেব।”
সভায় বক্তারা আগামী দিনের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের ভূমিকা, কৃষি ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা এবং অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং কর্মসূচিগুলো সফল করতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে