AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্য কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড



ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে নকল শিশু খাদ্য কারখানার মালিককে জরিমানা ও কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার সংলগ্ন শেলাহাটি গ্রামে একটি নকল শিশু খাদ্য প্রস্তুতকারক কারখানায় অভিযান চালিয়ে মালিক আশরাফ মল্লিককে (২৭) ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১০টার দিকে সেনাবাহিনীর বোয়ালমারী ক্যাম্প ও থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেলাহাটি গ্রামে রিজিয়া আইসক্রিম ফ্যাক্টরির পাশেই অস্বাস্থ্যকর পরিবেশে নকল শিশু খাদ্য উৎপাদন করে আসছিলেন আশরাফ মল্লিক। দীর্ঘদিন ধরে এসব নকল খাদ্য বিভিন্ন বাজারে পাইকারি দামে সরবরাহ করতেন তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য জব্দ করা হয়, যা পরে ধ্বংস করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ১৩ ধারায় তাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “নকল শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করায় আশরাফ মল্লিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Shwapno
Link copied!