বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মৌলভীবাজারে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—প্রশান্ত দাশ (২৬) এবং শামসুল ইসলাম মিন্টু (৪০)।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকালে মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে এবং পৃথক অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে শামসুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪ আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।”
আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর সেদিনের হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন নিন্দা ও দ্রুত বিচার দাবি করে আসছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে