গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলার উজানী চান্দি ঘরে এ সভার আয়োজন করে উজানী ইউনিয়ন বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, সহ-সভাপতি মুন্নু মুন্সী, ফিরোজ মৃধা, মহাসিন সরদার, ফরিদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান শাহীন মুন্সী, কোষাধ্যক্ষ আশফাকুল আলম পলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন, সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম-এর পক্ষে দলীয় প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে