ঝালকাঠির নলছিটি উপজেলায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষককে লাঠি ও স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষক মো. অলিউল ইসলাম (৩৩) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৫৮০, ১৩ মে ) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১১ মে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ তেঁতুলবাড়িয়া বাজারে খোকন খন্দকারের চায়ের দোকানের সামনে দুই ব্যক্তি মো. হাবিব সিকদার ও মো. হেলাল সিকদার হারদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলিউল ইসলামের ওপর হামলা চালান। তারা লাঠি ও স্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটান, এতে শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং বাম হাঁটুতে গুরুতর জখম হয়।
অভিযোগে বলা হয়, হামলার সময় শিক্ষকের পকেটে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন ভেঙে ফেলে দেন অভিযুক্তরা, যার ফলে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
শিক্ষক অলিউল ইসলামের দাবি, হামলার সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তারা বলেন, ‘দোকান ভাড়া না দিলে পরে হাত-পা ভেঙে ফেলা হবে, এমনকি খুন করে নদীতে ফেলে দেওয়া হবে।’
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে