AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন



মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিনব্যাপী (১৩, ১৪ ও ১৫ মে) ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৩ মে এম. সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন। 
পরবর্তীতে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

পরে ছাত্রছাত্রীদের মধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা : পরিবর্তনের পথে এক নবদিগন্তের সূচনা। এতে মূখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মাসুম, আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জগলুল হায়দার ইকবাল।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ১৭টি স্টল রয়েছে।

 


একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!