চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেন চলাচলে বৈষম্যের শিকার চাঁপাইনবাবগঞ্জবাসী। রাজশাহী থেকে পরিচালিত অধিকাংশ ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ না করায় জেলার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এই প্রেক্ষাপটে গত ১ মার্চ জেলা প্রশাসন কার্যালয় চত্বরে একটি মানববন্ধন এবং ৭ মে একই স্থানে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধনের আয়োজন করা হয়। পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ করে রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়।
তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবির বিষয়ে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামীকাল বুধবার (১৪ মে) সকাল ৯:৩০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহা, সুজনের সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন চালু
২. পর্যাপ্ত যাত্রীসেবা ও স্টেশনে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা
৩. মালবাহী ট্রেন সুবিধা বাড়ানো
৪. ট্রেনের সময়সূচি হালনাগাদ ও বাস্তবসম্মত করা
(বাকি দাবিগুলো চাইলে আলাদাভাবে যুক্ত করা যেতে পারে)
সুজন নেতারা জানান, দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে তারা বাধ্য হবেন।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে