চুয়াডাঙ্গার জীবননগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ট্রেড লাইসেন্স, ডিসিআর এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেছেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন তিনি। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা।
এদিন ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন এবং যাদের ট্রেড লাইসেন্স নেই তাদের গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

