ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার পাইককান্দি নামক স্থানে টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১১- ৯০-১১) ও মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ ১৯-৮৩-৭৭) সংঘর্ষে নিহত ১ আহত ২ জন।
স্থানীয় ও এলাকাবাসী জানায়, সিলেট থেকে যশোরগামী টাইলস্ বোঝাই একটি ট্রাক মধুখালী উপজেলার পাইককান্দি নামক স্থানে আসলে মাগুরা থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই শুক্লা (৩৫) নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন। নিহত শুক্লা রায় মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী।
করিমপুর হাইয়ে থানার ওসি মো সালাউদ্দিন বলেন, টাইলস্ বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে ২ জন আহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং নিহতকে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

