জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব।
এর আগে রোববার (১১ মে) রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা থেকে আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) কে গাঁজাসহ গ্রেফতার করে ডিবির একটি দল। তিনি ওই এলাকার মৃত মাতবর আলীর ছেলে।
ওসি নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল রোববার রাতে বাট্টাজোর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সুবেদা বেগমের বসতবাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আব্দুল আলী ওরফে আব্দুল গুরুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে