চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সাবেক জেল সুপার শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ছাত্র-জনতার ব্যানারে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাতুল হাসান নিশান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি একটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টালে শরিফুল ইসলামের একটি বক্তব্য ছড়িয়ে পড়ে, যা সংগঠনের দাবি অনুযায়ী ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
রাতুল হাসান নিশান তার বক্তব্যে বলেন, সাবেক জেল সুপার কারাগারে খাবার কেনাকাটায় সীমাহীন অনিয়ম করেছেন এবং বন্দিদের ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা আদায় করতেন। এ ছাড়া স্থানীয় কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা এবং চাল-খড়ি কেনার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়।
তিনি আরও জানান, এসব অনিয়মের বিষয়ে তদন্ত শুরু হলে সংশ্লিষ্ট ডিআইজি প্রিজনের জিজ্ঞাসাবাদের মুখে শরিফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। সংবাদ সম্মেলনে বক্তারা এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে