রাজশাহীর তানোরে এবার আমের গাছে ব্যাপক ফলন দেখা যাচ্ছে। উপজেলার প্রতিটি আমগাছে প্রচুর আম ধরেছে, যা বিগত বছরের তুলনায় অনেক বেশি। এতে করে আমচাষিদের মুখে হাসি, আর বুকে বেঁধেছে রঙিন স্বপ্ন।
উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, অনেক গাছে এত বেশি আম ধরেছে যে পাতাও ঠিকমতো দেখা যাচ্ছে না। চাষিরা গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
চাষিরা জানান, মৌসুমের শুরুতে মুকুল আসতে দেরি হলেও পর্যাপ্ত তাপমাত্রা ও অনুকূল আবহাওয়ার কারণে এখন গাছে প্রচুর আম এসেছে। বিশেষ করে ছোট ও মাঝারি আকৃতির গাছে বেশি আম দেখা যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তানোরে ৩৬০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং গাছের সংখ্যা প্রায় ৩৩ হাজার। গত বছর লক্ষ্যমাত্রা ছিল ১০ হাজার ৮০০ মেট্রিক টন, এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিগুণ উৎপাদন সম্ভব বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, “চাষিদের আমগাছে পরিচর্যার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই নিয়ন্ত্রণে কার্বেনডাজিম গ্রুপের ওষুধ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। উৎপাদন গত বছরের তুলনায় ভালো হবে বলেই আশা করছি।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে