বগুড়ার আদমদীঘিতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাত ৮টায় অভিযান চালিয়ে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার নসরতপুর ইউনিয়নের শাঁওইল বেগুনবাড়ী এলাকার বাসিন্দা ছামিউর রহমান শামীম (২৮), একই এলাকার সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়িয়া গ্রামের বাসিন্দা শাহিনুর রহমান (৩৩)। মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার দত্তবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে