AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে ৩ একর জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা! কৃষক দম্পতির আহাজারি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৭:৩৮ পিএম, ১২ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৩ একর জমির লাউগাছ কাটল দুর্বৃত্তরা! কৃষক দম্পতির আহাজারি

ঠাকুরগাঁওয়ে বর্গাচাষ করা এক কৃষক দম্পতির ৩ একর জমিতে লাগানো লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঠাকুরগাঁও সুগার মিলের জমি লিজ নিয়ে চাষ করা ওই কৃষক দম্পতি অর্থাভাবে কাজের লোক না নিতে পারলেও কৃষিকাজে তাদের সাথে থাকে স্কুলগামী সন্তানেরা।

সম্প্রতি সদর উপজেলার সালন্দর শিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটলে গত রবিবার রাতে এ বিষয়ে আব্দুর রহিম নামের এক জনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এসএসসি পরীক্ষার্থী সন্তান শাহেদকে সাথে নিয়ে লাউ বাগানের কাটা শুকনো গাছ পরিষ্কার করছেন কৃষক দম্পতি ওমর আলি ও খুশি বেগম। বার বার চোখ মুছে নিজেদের অসহায়ত্বের কথা আউড়ে চলেছেন তারা।

কৃষক ওমর আলি জানান, সুগার মিলের প্রতি একর ৩০ হাজার টাকা দরে মোট ৩ একর জমি লিজ নিয়ে লাউ চাষ করেন। গত দুদিন আগে সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান লাউ গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে তিনি দেখেন সব গাছের গোড়া ও ডোগা কেউ যেন কেটে দিয়েছে। 
ঘটনার আগের দিন পাশের জমির করল্লা ও পানি কুমড়া চুরি করতে আসা ওই গ্রামের আসমত আলির ছেলে আব্দুর রহিম ধরা খেয়ে গ্রামবাসী তাকে মারধর করে। আমিও তাকে শাসালে সেই জেরেই আব্দুর রহিম আমার এ সর্বনাশ করেছে। এতে আমাদের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার লোকসানে পড়তে হলো।

কৃষক ওমর আলির স্ত্রী খুশি বেগম জানান, অনেক কষ্ট করে জমি লিজ নিয়ে ফসল চাষ করে সন্তানদের লেখাপড়া করান তারা। এমন ক্ষতির ফলে তাদের লাভের আশা ছেড়ে আসলটা নিয়েই চিন্তায় পড়তে হবে। একদিকে জমির লিজের টাকা ও দোকানের সার ও বীজের টাকা অপরদিকে সন্তানদের লেখাপড়াসহ সংসার খরচের টাকা। সব নিয়ে চোখে যেন অন্ধকার দেখছেন তারা।

গ্রামের সাধারণ মানুষও গরিব এ বর্গাচাষি দম্পতির এমন ক্ষতির কথা মেনে নিতে পাারছেন না। গ্রামবাসীর দাবি, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে যেভাবেই হোক কৃষক দম্পতির লোকসান পুষিয়ে দেয়া ।

অভিযুক্ত আব্দুর রহিম বা তার পরিবারের কাউকেই বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে বলে জানায় এলাকাবাসী।

এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার নাছিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠাই, এবং স্থানীয় প্রশাসনসহ থানায় লিখিত অভিযোগ দিতে বলি। আমার উপজেলা কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার ইসলাম বলেন, ‘কৃষক ওমর আলী অভিযোগ দিয়েছেন। তদন্ত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Shwapno
Link copied!