AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম



ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

সোমবার (১২ মে) দুপুরে ভাবিচা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি ভাবিচা ইউনিয়ন ভূমি অফিসের চারাপাশে ফলদ ও বনজ বৃক্ষের সমাহার দেখে মুগ্ধ হন তিনি।

এ সময় ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাবিচা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দুলাল হোসেন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আলমগীর মন্ডল প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, সরকার ভূমিসেবা খাতে ব্যাপক উন্নয়ন করছে। ভূমিসেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে হয়রানি ও ভোগান্তির স্বীকার না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের প্রতি সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। ভাবিচা ভূমি অফিসে এসে ফলদ ও বনজ বৃক্ষের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি। একজন বৃক্ষপ্রেমী মানুষ না হলে এভাবে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ লাগানো সম্ভব না।

ভাবিচা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দুলাল হোসেন বলেন, আমি এখানে আসার পর থেকে দেখছি, ভূমি অফিসের চারপাশ জঙ্গলে ছেয়ে থাকত। সাবেক সহকারী কমিশনার ভূমি রূপম দাস এখানে পরিদর্শনে এসে পতিত জমিতে বৃক্ষ রোপণ করার পরামর্শ দেন। সেই পরামর্শে আমি পতিত জমিতে প্রায় ৭০ প্রজাতির ফলদ গাছ রোপণ করি। এখন সব গাছেই ফল আসতে শুরু হয়েছে।
 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!