আজ আন্তর্জাতিক নার্সেস দিবস। ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো রাজধানীতেও উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫।
সোমবার (১২ মে) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ঢাকা মেডিকেল কলেজের বাগান গেট প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউট ভবনে এসে শেষ হয়।
প্রতিষ্ঠানটির সেবা তত্ত্বাবধায়ক ডলি রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব এস্থেটিক সার্জারির সম্মানিত সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক সার্জারি সোসাইটির যুগ্ম আহ্বায়ক ও ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম এবং সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম পালমি।
এ সময় র্যালিতে দুই শতাধিক নার্স ও স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, পোস্টার এবং স্লোগানের মাধ্যমে নার্সদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, ঝুঁকি ভাতা, ডে কেয়ার সুবিধা এবং নার্সিং ক্যাডার চালুর দাবি জানান।
তারা দাবি জানান, নার্সদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। রোগীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে নার্সদের অধিকার। নার্সিং পেশায় বিসিএস ক্যাডার চালু করা।
তারা বলেন, ভালোবাসা, সহানুভূতি ও সাহসের নাম নার্স। নার্সিং পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয়।
তাই নার্সদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্রকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। এই আয়োজনের মধ্য দিয়ে নার্সদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পেশাগত অধিকার ও সুযোগ-সুবিধার দাবি নতুনভাবে তুলে ধরার আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে