AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক ইউনিয়নেই ২১ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ



এক ইউনিয়নেই ২১ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়ন পরিষদে টানা ২১ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ। বদলিজনিত কারণে রবিবার (১১ মে) তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেন। এতে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, রহমত উল্লাহ তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষ তাঁর কাছে গিয়ে সবসময় দ্রুত সেবা পেতেন। দায়িত্বের বাইরে কোনো কাজ হলে সেক্ষেত্রে তিনি সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন।

বিদায় অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেনসহ অন্যান্য বক্তারা রহমত উল্লাহর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “পরবর্তী কর্মস্থল যেখানেই হোক, আমরা তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করি। তিনি একজন আদর্শ সরকারি কর্মকর্তা ছিলেন।”

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!