বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমুজ্জামানের পক্ষ থেকে মুকসুদপুরে বাটিকামারী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান।
রবিবার (১১ মে) বিকালে মুকসুদপুরের বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়াও ঢাকায় চিকিৎসাধীন উপজেলার মহারাজপুর গ্রামের ভ্যান চালক মোঃ হাসমতের ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সেলিমুজ্জামান সেলিমের রাজনৈতিক প্রতিনিধি ও সাবেক পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মোঃ নাসিম কাজি, মোঃ রবিউল ইসলাম, মোঃ আলী, মোঃ হিরু মিয়া, বদিরুজ্জামান খান বিল্টু, মোঃ মোর্তজা মুন্সি , চিন্তা হরণ মন্ডল, যুগ্ম সম্পাদক আব্দুল হক হাওলাদার, নিয়ামূল ইসলাম মনির, মোঃ হেদায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সহঃদপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনায়েত ফকির, রাঘদি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ঝিল্লুর রহমান, বাটিকামারী ইউপি চেয়ারম্যান মোঃ ইবাদত মাতুব্বর, মুকসুদপুর পৌর বিএনপির সহ সভাপতি মোঃ রুস্তম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মিয়া,পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিমেল খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :