AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে বিজিবির অভিযান বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জন আটক



জীবননগরে বিজিবির অভিযান বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার ভোর সাড়ে ৪টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, রবিবার ভোর সাড়ে ৪টার সময় সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৮), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৬), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৪),  মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের মেয়ে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছে, তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। আটকদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রবিবার দুপুরে ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছেন।

 


একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Shwapno
Link copied!