ঝালকাঠির রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামের চুনপুরি এলাকার ৬ শতাদিক গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে এনজিওর তিন মালিক। এ ঘটনায় শনিবার (১০ মে) বিকেলে প্রতারিত ও ভুক্তভোগী গ্রাহকেরা এনজিওর কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে গ্রাহক ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী ও কুরছিয়া জানান, ১২ বছর ধরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে এনজিওর প্রতিষ্ঠা করেন ৪ ব্যক্তি। এ এনজিওটি ৬ মাস ধরে এফডিআর হিসেবে ৬ শতাধিক গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা জমা অবস্থায় বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ৩ মালিক টাকা নিয়ে সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল আত্মগোপনে রয়েছেন। কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকানায় অংশীদার বড়ইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকের টাকা ফেরত দেয়ার জন্য এফডিআরের মুনাফার টাকা গ্রাহকের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে বন্ধ রাখা হয়েছে। দুই বছরের মধ্যে সব গ্রাহক তাদের জমা রাখা টাকা ফেরত পাবেন।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :