জামালপুরের মেলান্দহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল আজিজ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা এলাকায় এঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ইসলামপুর উপজেলার চরপুটিমারি আগরাখালি এলাকার জন্তি শেখের ছেলে। এঘটনায় নিহত আব্দুল আজিজের ছেলে মোটরসাইকেল চালক আলী হোসেন (৩৫) ও আলী হোসেনের মেয়ে আলেয়া আক্তার (০৯) গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয়রা জানান, আলী হোসেন তার বাবা আব্দুল আজিজ ও মেয়ে আলেয়া আক্তারকে নিয়ে মোটরসাইকেল করে মেলান্দহ বাজরে যাচ্ছিলেন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ কাঙ্গালকুর্শা এলাকায় পৌছলে পিছন দিক থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-৭৯০২) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ পড়ে গিয়ে ওই ট্রাকের ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক আলী হোসেন ও তার মেয়ে আলেয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ঘাতক ট্রাকটি রেখে চালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল আজিজের মরদেহ উদ্ধার কওে পুলিশ ও ট্রাকটি জব্দ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামে একজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :