AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‍‍`এ‍‍` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের অধীনে শাহজাদপুরের দুটি ভেন্যু—ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি কলেজে—পরীক্ষা গ্রহণ করা হয়। মোট ৩৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫০১ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৮৯.৬৮ শতাংশ।


এদিন বিকেল ৩টায় আর্কিটেকচার বিভাগের অঙ্কন পরীক্ষায় অংশ নেন ৫৮ জন ভর্তিচ্ছু।


ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অংশ নেয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, ছাত্র সংগঠন এবং শাহজাদপুরের নানা সামাজিক সংগঠন। আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও মেডিকেল টিম।


পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। নিজস্ব ক্যাম্পাস না থাকা সত্ত্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্র সফলভাবে গুচ্ছের ‘এ’, ‘বি’ ও ‘সি’—তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন করতে পেরেছে। এ সফল আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পল্লী বিদ্যুৎ এবং শাহজাদপুরের সুশীল সমাজ ও সকল স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সকলের এই নিঃস্বার্থ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


একুশে সংবাদ//র.ন

Shwapno
Link copied!