AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী ১ জন নিহত, আহত ৪



ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী ১ জন নিহত, আহত ৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকে থাকা একই পরিবারের পাঁচজন যাত্রী হতাহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জীবননগর-কোটচাঁদপুর সড়কের সাথী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ফুশিয়ার রহমান (৭৫)। আহতদের মধ্যে চারজনের মধ্যে তিনজন যশোর জেনারেল হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার জব্বার মালের শ্বশুর ফুশিয়ার রহমান তাঁর তিন মেয়ে ও নাতি ছেলেকে নিয়ে ইজিবাইকে করে জীবননগর থেকে মেয়ের বাড়ি কোটচাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পাটবোঝাই ট্রাক (নং: চুয়াডাঙ্গা ট ১১-০২৬২) নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের ওপর উঠে পড়ে। এতে ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর ও ঢাকায় পাঠান।

আহতরা হলেন: জব্বার মালের স্ত্রী লিমা খাতুন (৩০) – যশোর জেনারেল হাসপাতালে, জব্বারের দুই শ্যালিকা সোনাহার (৪৫) ও শান্তাহার (৫০) – যশোর জেনারেল হাসপাতালে, ছেলে নিরব মাল – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে। ইজিবাইক চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দিলেও, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!