চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিতা মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মধু শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে নিজ বাড়ির বাথরুমে ঢোকার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে মিতা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় ও তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এমন দুর্ঘটনা প্রতিরোধে বাড়িঘরে বৈদ্যুতিক লাইন ব্যবস্থাপনায় অধিক সতর্কতা এবং নিয়মিত পরিদর্শনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :