মুকসুদপুর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দক্ষিণ চন্ডিবরদী গ্রামের বাসিন্দা মোঃ নাহিদুজ্জামান ফাহিম (৪৭) আর নেই।
শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাত ১০টায় মুকসুদপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে