ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিলসরাইল পালপাড়া গ্রামে গত ০৭ মে ২০২৫ খ্রিঃ, বুধবার রাতে ৪৭ তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস দিবসে "আমরাই হব কালের খেয়া-২০১০, মুকসুদপুর, গোপালগঞ্জ" এর ব্যবস্থাপনা ও পরিচালনায় পরিচালিত "বিলসরাইল শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা কেন্দ্র, বোয়ালমারী, ফরিদপুর" এর শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সনাতনী সাজে সজ্জিত হয়ে সমবেত কণ্ঠে গীতা পাঠ করেন ।
মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও পবিত্র গায়ত্রী মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় ।
পরবর্তীতে ভাগবত পাঠক "শ্রী বিকাশ কুমার পাল" কে মাল্য দান করে বরন করে নেন বিলসরাইল শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অত্র গ্রামের সকল শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরও মাল্য দান করে বরণ করে নেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— "আমরাই হব কালের খেয়া-২০১০" এর কোষাধ্যক্ষ বাবু অরুন কুমার পাল ; পরিচালক বাবু বিকাশ কুমার পাল ; প্রচার সম্পাদক গৌতম পাল । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অত্র গ্রামের সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ।
এসময় গীতা শিক্ষার্থীবৃন্দ সমবেত কণ্ঠে গীতা পাঠ ও রাধা কৃষ্ণের নৃত্য পরিবেশন করেন ।
সকল সনাতনীদের গীতামুখি ও অন্তরে কৃষ্ণ প্রেম-ভক্তি জাগরিত করণে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :