নওগাঁর মান্দা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত “মা ও শিশু সহায়তা” কর্মসূচির আওতায় ভাতাভোগীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ মে) উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভাতাভোগী নারী ও শিশুর অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। তিনি বলেন, “এ ধরনের প্রশিক্ষণ মা ও শিশুর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে। সরকারের সহায়তা যাতে সঠিকভাবে কাজে লাগে, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকতে হবে।”
প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, “মা ও শিশু সহায়তা” কর্মসূচির মাধ্যমে সরকার সমাজের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :