নরসিংদীতে অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা। বুধবার (৭ মে) দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশে শুভর লাশ ফেলে রেখে চলে যায়। পরে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয় শুভ। রাতে বাড়ি না ফেরায় পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে। পরদিন ৬ মে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দাবীকৃত মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যার পর নরসিংদী-মদনপুর সড়কে লাশ ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশ শনাক্ত করে এবং সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নরসিংদী মডেল থানার সূএে জানা যায়, গত দুই দিন আগে শুভ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার রাত ১১টার দিকে পুলিশ নরসিংদী-মদনপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
 
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
