আসন্ন আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আর থাকছে না নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা—এমন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত “ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ” বিষয়ক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় আমচাষিরা জানান, তাঁরা অভিজ্ঞ চাষি হিসেবে নিজেরাই জানেন কখন আম পরিপক্ক হয়, এবং আগে থেকেই তাঁরা এই নিয়ম মেনেই বাজারজাত করে থাকেন। এজন্য ক্যালেন্ডার বাধ্যতামূলক না করার আহ্বান জানান তাঁরা। জেলা প্রশাসন তাঁদের মতামতের ভিত্তিতেই ক্যালেন্ডার না করার সিদ্ধান্ত নেয়।
সভায় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, “চাষিদের অনুরোধ এবং যৌক্তিকতা বিবেচনায় এবার আম পাড়ার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে কেউ যেন অপরিপক্ক আম পাড়ে না, সে বিষয়ে চাষিদেরই সজাগ থাকতে হবে।”
চেম্বার অব কমার্স সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “পাকা আম ৪২.৫ কেজি ও কাঁচা আম ৪৫ কেজি প্রতি মণে বিক্রি করলে সবার জন্য লাভজনক হবে।” তিনি অনলাইন বিক্রেতাদের ডাক বিভাগের মাধ্যমে আম পাঠানোর পরামর্শও দেন।
প্রসঙ্গত, কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :