জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া মানবিক করিডোর গঠন করা যাবে না। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব প্রশ্নে আপোষ না করে সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর বার আউলিয়ার মাজারে বার্ষিক ওরশ শরীফ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “মানবিক করিডোর বিষয়টি অতীতেও বিদেশি এজেন্ট প্রবেশের সুযোগ তৈরি করেছে। গোয়েন্দা সংস্থাগুলোর অঘোষিত তৎপরতা দেশকে ঝুঁকির মুখে ফেলেছে। তাই এমন গুরুত্বপূর্ণ বিষয়ে ইন্টেরিম সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না।”
তিনি আরও বলেন, “ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হতে পারে বাংলাদেশ। তাই জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সীমান্তে অব্যাহত পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, “পুশ-ইন ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এর দায় তাদেরকেই নিতে হবে। বাংলাদেশ এই ধরনের চাপ গ্রহণ করবে না।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “তাকে পালাতে দেওয়া হয়েছে—এটি সরকারের চরম ব্যর্থতা। একই সঙ্গে দেশে মিথ্যা মামলার রাজনীতি বেড়েছে। কিছু পুলিশ ও রাজনৈতিক নেতা মিলে এসব মামলা বাণিজ্যে জড়িত।”
তিনি বলেন, “একটি চক্র তালিকা সাজিয়ে ফোনে হুমকি ও অর্থ দাবি করছে। এতে প্রমাণ হয়, অন্তবর্তীকালীন সরকারও দায় এড়াতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টাকে এর জবাবদিহি করতে হবে।”
সারজিস আলম বলেন, “আমরা চাই অপরাধীর বিচার হোক, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা সে যে দলই করুক না কেন।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :