‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে অনুষ্ঠিত হলো মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ। নারীরা যাতে প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মমুখী করতে পারে সেই লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়নের আয়োজনে বক্তারপুর ইউনিয়নের নাওয়ান মোড় এলাকায় মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
নাওয়ান মোড় এলকার দুই শতাধিক পরিবারের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন মৃৎ শিল্প। এখানে এ শিল্পে পুরুষের চেয়ে নারীদের শ্রম বেশি। তাই নারীদের সাবলম্বী করতে প্রশাসনের পক্ষ হতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারীরা যাতে প্রশিক্ষণ শেষে নিজেদের কর্মমুখী করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহ্মুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমোদুল কবির খান নাঈম, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব উন্নয়ন মৃৎ শিল্পের উপর সাত দিনের প্রশিক্ষণ শেষে কম সুদে ঋণ প্রদান করবে। পল্লী উন্নয়ন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেও সহায়তা প্রদান করা হবে। সরকারি ভাবে অত্র এলাকায় দুটি ভাগে দুটি মৃৎ শিল্প তৈরির জন্য মেশিনের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :