যশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিস্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) এবং সুভাষ সরকার (৬৫)।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামে জোহন সিংহের মামার মৃত্যু সংবাদ পেয়ে তাঁরা সৎকারে অংশ নিতে যান। সৎকার শেষে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে তাঁরা সড়কে ছিটকে পড়েন।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (৮ মে) সকালে নিহতদের বাড়িতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
কেশবপুর ফায়ার সার্ভিসের লিডার ইউসুফ আলী জানান, "রাতে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠাই।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, “উক্ত দুই ব্যক্তিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়।”
পুলিশ ট্রাক ও চালক শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :