গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক এক আলোচনা সভা। বুধবার বিকেলে কেয়ার ফিড (তামিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিঃ) এর আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যবসায়ী লিটন হালদারের দোকানে।
তামিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেলোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিএম সামসুল আলম সেলিম। সভাপতিত্ব করেন লিটন হালদার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তামিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজের এজিএম খাইরুল ইসলাম, এরিয়া এক্সিকিউটিভ অফিসার সামীম ইসলাম, সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন সরকার, এবং স্থানীয় মৎস্যচাষি দুলাল বসু, আশিষ কুমার ঢালী, বাদল হাজরা, রবীন্দ্রনাথ হালদার ও যোগানন্দ হালদার।
সভায় অংশগ্রহণ করেন ইউনিয়নের প্রায় ৫০ জন মৎস্য চাষি। আলোচনায় উঠে আসে আধুনিক মাছ চাষের নানা দিক—চিংড়ি ও সাদা মাছের রোগবালাই, পোনা নির্বাচন, রোগ প্রতিরোধ ব্যবস্থা, পুকুর প্রস্তুতি, এবং খাদ্য ব্যবস্থাপনা।
প্রধান অতিথি সামসুল আলম বলেন, “আমাদের প্রতিষ্ঠানের কেয়ার ফিড এমনভাবে তৈরি যে এটি পানিতে অ্যামোনিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মাছকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।”
অনুষ্ঠানটি স্থানীয় মৎস্যচাষিদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও শিক্ষণীয় ছিল বলে মত দেন উপস্থিতরা।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :