ঘাসে মোড়া সবুজ মাঠ, দূর থেকে দেখে মনে হবে যেন কোনো নয়নাভিরাম প্রান্তর। কিন্তু এটি কোনো প্রাকৃতিক সবুজ ভূমি নয়, এটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের মাঠ, যা এখন পেয়েছে এক নতুন রূপ।
দীর্ঘদিন সংস্কারের অভাবে খেলার অনুপযোগী হয়ে পড়া এই মাঠটি কলেজ প্রশাসনের উদ্যোগে সংস্কার করে ফেরানো হয়েছে পূর্বের প্রাণচাঞ্চল্য। ফলে বর্তমানে এখানে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে এবং মাঠটি হয়ে উঠেছে তরুণদের প্রাণের আঙিনা।
স্থানীয় ক্রীড়া প্রেমীদের মতে, ভাঙ্গুড়া উপজেলায় শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এই মাঠটির গুরুত্ব অপরিসীম। তারা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের মানসিকতা তৈরি হয়, যা মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক।
কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক মো. রেজাউল করিম জানান, “বর্তমান প্রশাসনের উদ্যোগে কলেজের একমাত্র মাঠটি সংস্কার করা হয়েছে। শিক্ষার্থীরা এখন নিয়মিত ক্রীড়া চর্চার পাশাপাশি নানা টুর্নামেন্টেও অংশ নিতে পারছে।”
অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ মিয়া বলেন, “তরুণদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনস্বীকার্য। তাই কলেজ মাঠটি সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।”
স্থানীয়রা কলেজ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পাঠদান পরিবেশের পাশাপাশি সুস্থ বিনোদনের ব্যবস্থাও প্রয়োজন। আর সে ব্যবস্থার সফল বাস্তবায়নই এখন দেখা যাচ্ছে হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :