সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জমকালো আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্বারিয়াপুরের ঐতিহাসিক কাছারিবাড়ি প্রাঙ্গণে ৮ মে (২৫ বৈশাখ) থেকে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান শিল্পী, সাহিত্যিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, গীতিনৃত্যনাট্য, কবিতা লেখ্য এবং প্রবন্ধ আলোচনা।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
অনুষ্ঠান ঘিরে রবীন্দ্র কাছারিবাড়ি এলাকাকে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার মাধ্যমে বর্ণিল রূপে সাজানো হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত অতিথি, শিল্পী, কলাকুশলী এবং রবীন্দ্রভক্তদের আগমনে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে উঠেছে।
শাহজাদপুর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, “দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে এবারের অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে।”
শাহজাদপুরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কাজী শওকত বলেন, “এবারের জন্মোৎসব উদযাপন আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হবে। দেশ ও বিদেশের শিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেবে।”
একুশে সংবাদ/সি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :