বগুড়ার আদমদীঘিতে এক রাতে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাদ যায়নি আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, তার ছেলে ও এক ব্যবসায়ী। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নশরৎপুর ইরামতি ব্রিজের নিকট এই ছিতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা দুটি মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, তার ছেলে মুনিরুজ্জামান ও ব্যবসায়ী বকুল হোসেনকে মারপিট করে এবং মুখ ও হাত-পা বেঁধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রাখে।
গোলাম রব্বানী ও বুকুল হোসেনের বাড়ি উপজেলার মঠপুকুরিয়া গ্রামে। গোলাম রব্বানী জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে তার ছেলেকে নিয়ে দুপচাচিয়া থেকে মোটরসাইকেল যোগে মঠপুকুরিয়া গ্রামে ফিরছিলেন।
তারা নসরতপুর ব্রিজ পার হয়ে নিমকুড়ি রাস্তার নিকট গেলে ৫-৭ জন মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাকেসহ তার ছেলের হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে জঙ্গলে ফেলে রাখে। তাদের মারপিট করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ছিনতাই করে নেয়।
একই সময় তারা মঠপুকুরিয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেনকে মোটরসাইকেলসহ আটক করে মোটরসাইকেল ও টাকা কেড়ে নেয়। তাকেও মারপিট করে হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে বকুল হোসেন হাত-পায়ের বাঁধন খুলে পাশের একটি বাড়িতে গিয়ে ঘটনা জানালে স্থানীয় লোকজন এসে গোলাম রব্বানী ও তার ছেলেকে উদ্ধার করেন।
খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় এখনও থানায়
কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ মোটরসাইকেল উদ্ধার ও অপরাধীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :