নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা সেজে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ৬০ ড্রাম পাম অয়েলসহ ট্রাকটি।
মঙ্গলবার (৬ মে) রাতে রূপগঞ্জের বরাবো এবং নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
এর আগে সোমবার বিকেলে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা উড়ালসেতুর উপর চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলবোঝাই ট্রাকটি ছিনতাই করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—রূপগঞ্জের আটিপাড়ার মকবুল হোসেন, রূপসীর বাতেন দেওয়ান এবং বরিশালের হিজলার আনোয়ার হোসেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, সোমবার বিকেলে শবনম অয়েল মিল থেকে ১৪ হাজার লিটার পাম অয়েল নিয়ে ট্রাকটি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ভুলতা উড়ালসেতুতে পৌঁছালে সাদা প্রাইভেটকারে থাকা তিন ব্যক্তি নিজেদের কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ট্রাকটি থামিয়ে চালক মন্নান ও হেলপার স্বপনকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলসহ ট্রাকটি নিয়ে যায়।
পরদিন ভুক্তভোগী চালক থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ৭৫ ড্রামের মধ্যে ৬০ ড্রাম তেল ও ট্রাকটি।
এসআই জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :