ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে নাটোরের লালপুর উপজেলার জুবায়ের ইবনে আল মাহমুদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ। মেধা, পরিশ্রম আর আত্মত্যাগে অসাধারণ সাফল্য অর্জন করলেও দরিদ্র পরিবারের সন্তান জুবায়েরের স্বপ্ন এখন মুখ থুবড়ে পড়ার আশঙ্কায়।
জুবায়ের নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের অটোচালক মো. কামরুজ্জামান ইমন ও গৃহিণী সাবিনা বেগম দম্পতির বড় সন্তান। তিন ভাইবোনের মধ্যে জুবায়ের সবার বড়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) — এই ছয়টি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে জুবায়ের।
জানা যায়, স্কুল-কলেজজীবনে অভাব অনটনের মধ্যেও জুবায়ের একটানা পড়ালেখা চালিয়ে গেছে। স্থানীয় শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও লালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তার পড়াশোনার বড় একটি অংশই পরিচালিত হয়েছে টিউশনি করে ও শিক্ষকদের সহযোগিতায়।
জুবায়েরের বাবা মো. কামরুজ্জামান ইমন বলেন, “আমি রাজশাহী শহরে অটোরিকশা চালিয়ে সংসার চালাতাম। কিন্তু এক বছর আগে এক দুর্ঘটনায় পা ভেঙে অসুস্থ হয়ে পড়ি। এখন একেবারেই আয় বন্ধ। তিন সন্তানকে পড়ানো আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে।” চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, “জুবায়েরের মতো মেধাবী ছেলের পড়াশোনা যেন থেমে না যায়—এইটাই এখন একমাত্র আশা।”
এদিকে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেকেই জুবায়েরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু বলেন, “ঘটনাটি জানার পরপরই ফারজানা শারমিন পুতুল জুবায়েরের পুরো পড়ালেখার দায়িত্ব নিয়েছেন। আমরা কৃতজ্ঞ।”
উল্লেখ্য, প্রয়োজনীয় অর্থ সহায়তা নিশ্চিত হলে জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :