ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ, মৌচাক এলাকায় একটি ট্যাংক লরির চাপায় ২২ বছর বয়সী আয়েশা আক্তার নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় মো. খালেদ হোসেন (২৭) আহত হয়েছেন।
নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপাল বাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত যুবক খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
আহত খালেদ হোসেন জানান, তিনি ও তার বান্ধবী আয়েশা মোটরসাইকেলযোগে সোনারগাঁ থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং লরিটি আয়েশাকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসান বলেন, “একটি ট্যাংক লরি পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও লরিটি জব্দ করেছি। তবে লরি চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

